রংপুরে স্বামী-স্ত্রীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১১:৩০ আপডেট: : ২৮ আগস্ট ২০২৫, ১৩:২৩

রংপুর, ২৮ আগস্ট, ২৫ বাসস : জেলার হারাগাছ থানাধীন সিটি কর্পোরেশনের চন্দনকুঠি গ্রামে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার মামলায় স্বামী-স্ত্রীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হারাগাছ থানার চন্দনকুঠি এলাকার বুলবুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রওজা বেগম (২৩)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ জানুয়ারি হারাগাছ থানা পুলিশ ২৪০ মোটা নকল বিড়ি ব্যান্ডরোলসহ তাদের আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, ‘আমরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত তাদের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।’

জানা গেছে, রওজা বেগমকে গ্রেফতারের সময় তার চার বছরের কন্যা নুসরাত জাহান সঙ্গে ছিল। বুধবার আদালতে রায় ঘোষণার সময়ও রওজার সঙ্গে ছিল তার আড়াই বছরের পুত্র সন্তান মো. রিশাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি তরুণ প্রজন্ম: বাসস চেয়ারম্যান
১০