মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৬:৪৪

মুন্সীগঞ্জ, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে মজিবর রহমান খাঁন (৫২) হত্যা মামলার আসামি নূর মোহাম্মদ খাঁন ওরফে নুরু (৩২) ও আইয়ুব খাঁনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজ রোববার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত নূর মোহাম্মদ খাঁন সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের মৃত বাবুল খাঁনের ছেলে এবং আইয়ুব খাঁন মৃত আদম আলী খাঁনের ছেলে। নিহত মজিবর রহমান খাঁনের বাড়িও একই এলাকায়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ জুন দুপুরে বাড়ি থেকে ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে আসামিরা মজিবর রহমান খাঁনকে কুপিয়ে রক্তাক্ত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন সিরাজদিখান থানায় মামরা দায়ের করেন। 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার সুমন জানান, দীর্ঘ শুনানির পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন উর্মি আসামি নূর মোহাম্মদ খাঁন ও আইয়ুব খাঁনকে যাবজ্জীবন সাজা দেন। রায় ঘোষণার পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০