চট্টগ্রামে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:১০

চট্টগ্রাম, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : নগরের পুরাতন চান্দগাঁও থানা সংলগ্ন স্পোর্টস জোনে খেলা দেখতে গিয়ে সংঘর্ষে নিহত জুবায়ের উদ্দিন বাবু হত্যাকাণ্ডে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফারুক (২৪)-কে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ রোববার দুপুরে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন এ তথ্য জানান।

গ্রেফতার ফারুক চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির বাসিন্দা ছবির আহমদের ছেলে।

এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে চান্দগাঁও থানাধীন মৌলভীর পুকুরপাড় রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর নগরের পুরাতন চান্দগাঁও থানা সংলগ্ন স্পোর্টস জোনে খেলা দেখতে গিয়ে সংঘর্ষে জুবায়ের উদ্দিন বাবু নিহত হন। পরে ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

এর মধ্যে মো. তারেককে গত বছরের ২৩ সেপ্টেম্বর বরিশাল বাজার এলাকা থেকে এবং মূল আসামি আবির রহমান রুবেলকে চলতি বছরের ২০ আগস্ট কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০