চট্টগ্রাম, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : নগরের পুরাতন চান্দগাঁও থানা সংলগ্ন স্পোর্টস জোনে খেলা দেখতে গিয়ে সংঘর্ষে নিহত জুবায়ের উদ্দিন বাবু হত্যাকাণ্ডে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফারুক (২৪)-কে গ্রেফতার করেছে র্যাব।
আজ রোববার দুপুরে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন এ তথ্য জানান।
গ্রেফতার ফারুক চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির বাসিন্দা ছবির আহমদের ছেলে।
এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে চান্দগাঁও থানাধীন মৌলভীর পুকুরপাড় রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর নগরের পুরাতন চান্দগাঁও থানা সংলগ্ন স্পোর্টস জোনে খেলা দেখতে গিয়ে সংঘর্ষে জুবায়ের উদ্দিন বাবু নিহত হন। পরে ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এর মধ্যে মো. তারেককে গত বছরের ২৩ সেপ্টেম্বর বরিশাল বাজার এলাকা থেকে এবং মূল আসামি আবির রহমান রুবেলকে চলতি বছরের ২০ আগস্ট কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।