দুদক-এর পৃথক চার মামলায় গ্রেফতার সালমান এফ রহমান

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:২৪
সালমান এফ রহমান। ফাইল ছবি

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): নানাবিধ ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক চার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে।

চলতি বছর সালমান এফ রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে দুদক।

আজ তাকে কারাগার থেকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করে পুলিশ। 

এরপর তাকে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত সংস্থা দুদক। 

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। 

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে করা একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিকে গউছ হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি 
সুনামগঞ্জে বালু উত্তোলনে সাজাপ্রাপ্ত ৫ জন কারাগারে 
আজ রাতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র
নাসিকের ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষণা
টাইফয়েড প্রতিরোধে ডিএসসিসির টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর শুরু
জিম্বাবুয়ে সিরিজের জন্য শ্রীলংকার টি-টোয়েন্টি দল ঘোষণা
বাছাইপর্বের জন্য ফ্রান্স দল ঘোষণা, বিবেচনা করা হয়নি একিটিকেকে
ফরিদপুরে সাবেক এমপি মঞ্জুর হোসেনের এপিএস গ্রেফতার
বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন : রাজিব আহসান
দেশকে আগে ইন্টেলেকচুয়াল কলোনিতে রূপান্তরিত করতে হবে : সংস্কৃতি উপদেষ্টা
১০