হাসিনার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ আজ

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার ১১তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গতকাল (সোমবার) ১০ম দিনে সাংবাদিক, চিকিৎসকসহ মোট ছয়জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এ পর্যন্ত মোট ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়েছে।

ট্রাইব্যুনালে এ মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানি করছেন। সে সময় অপর প্রসিকিউটররাও উপস্থিত থাকেন। অন্যদিকে এ মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

আর গ্রেফতারের পর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে রয়েছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

একপর্যায়ে এ মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আজ তার সাক্ষ্য নেওয়া হতে পারে বলে প্রসিকিউশন সূত্রে জানা যায়।

এ মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। যার একটি আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করে দায়ের করা হয়েছে। অন্যটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, তাদের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
সিলেটে এক বছরে গ্রাম আদালতে সাড়ে ১২০০ মামলা নিষ্পত্তি
আদাবরে গ্রেফতার ১০২, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
ডিপিএম পদ্ধতিতে নাগরিক সেবা কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন 
ইনজুরির কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন কুনহা
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড
পাবনায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মা-মেয়ে নিহত
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
শেখ হাসিনা ১৫ বছর ধরে দেশকে পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন : রুহুল কবির রিজভী
ভূমিকম্প কবলিত আফগানিস্তানে সাহায্য পাঠাচ্ছে ইইউ
১০