রূপগঞ্জে যুবক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০

নারায়ণগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডের দিয়েছেন আদালত। এছাড়া ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের একজন উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। 

তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, সোনারগাঁয়ের ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুল (৪৮)। 
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মিজান,  মোহাম্মদ আলী, পণ্ডিত, আব্দুল লতিফ, মো.হানিফ, মো. সোহেল, মো. সবুজ, মো. মিলন, মো. সেলিম, মো. গোলজার, লেদা ফারুক, মো. রাসেল, মো. মোমেন, মো. সাদ্দাম, মো. শাহীন, রুহুল আমিন ও মো. আবুল। 

আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বলেন, নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। ২ আসামি মৃত্যুবরণ করেছেন।

আদালত সূত্রে জানা যায়, রূপগঞ্জে ২০১২ সালের ৩১ মে নজরুল ইসলাম বাবু মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে সন্ত্রাসী ভিপি সোহেলের লোকজন তাকে কুপিয়ে ও গুলি করে খুন করেন। পরে নিহতের বাবা জালালউদ্দিন বাদী হয়ে ভিপি সোহেল ও তার লোকজনদের আসামি করে হত্যা মামলা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মাদক বিক্রির প্রতিবাদ করায় রূপগঞ্জের নজরুল ইসলাম বাবুকে কুপি হত্যা করা হয়। পরে এ ঘটনায় জালালউদ্দিন মামলা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
১০