রূপগঞ্জে যুবক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০

নারায়ণগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডের দিয়েছেন আদালত। এছাড়া ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের একজন উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। 

তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, সোনারগাঁয়ের ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুল (৪৮)। 
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মিজান,  মোহাম্মদ আলী, পণ্ডিত, আব্দুল লতিফ, মো.হানিফ, মো. সোহেল, মো. সবুজ, মো. মিলন, মো. সেলিম, মো. গোলজার, লেদা ফারুক, মো. রাসেল, মো. মোমেন, মো. সাদ্দাম, মো. শাহীন, রুহুল আমিন ও মো. আবুল। 

আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বলেন, নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। ২ আসামি মৃত্যুবরণ করেছেন।

আদালত সূত্রে জানা যায়, রূপগঞ্জে ২০১২ সালের ৩১ মে নজরুল ইসলাম বাবু মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে সন্ত্রাসী ভিপি সোহেলের লোকজন তাকে কুপিয়ে ও গুলি করে খুন করেন। পরে নিহতের বাবা জালালউদ্দিন বাদী হয়ে ভিপি সোহেল ও তার লোকজনদের আসামি করে হত্যা মামলা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মাদক বিক্রির প্রতিবাদ করায় রূপগঞ্জের নজরুল ইসলাম বাবুকে কুপি হত্যা করা হয়। পরে এ ঘটনায় জালালউদ্দিন মামলা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন 
ডেঙ্গুতে আরো ৪৬৮ জন হাসপাতালে ভর্তি
যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু
অন্তর্বর্তী ও ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় করতে আগ্রহী ক্রিস্টেনসেন 
মাদারীপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ৭ অভিবাসীর প্রাণহানি
জুলাই আন্দোলনে নিরীহ আন্দোলনকারীদের হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রথম চার্জশিট
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭২৬
১০