বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ফাইল ছবি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর রমনা থানা এলাকায় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৬ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার  ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় থেকে তাদেরকে অব্যাহতি প্রদান করেন বলে বাসস’কে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল।

অব্যাহতি পাওয়ার তালিকায় আরো রয়েছেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, আহমেদ আজম খান,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল,মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম,বিএনপি নেতা সুলতান সালাহ উদ্দিন টুকু,ফজলুল হক মিলন,এসএম রবিউল ইসলাম নয়ন,তাবিথ আউয়াল ও জহির উদ্দিন স্বপন সহ আরো অনেকে।

মামলার অভিযোগে বলা হয়, মামলার অভিযুক্তরা ২০২৩ সালের ২৮ অক্টোবর রমনা থানার সামনে পাইওনিয়ার রোডস্থ বিভাগীয় কমিশনার ভবনের সামনে গিয়ে বে-আইনী সমাবেশ ঘটিয়ে রাষ্ট্র বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় ও মিছিল করতে থাকে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে সেগুন বাগিচা কাঁচাবাজার এলাকায় এলে সেখানে একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

পরবর্তীতে, ৩১ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে রমনা থানার এসআই আউয়াল এ মামলা দায়ের করেন।

২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সেদিন মামলার চুড়ান্ত প্রতিবেদন গ্রহনের জন্য আদালত আজকের দিন ধার্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্সের
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের এমওইউ অনুষ্ঠিত
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা জাতীয় শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ : শিক্ষা উপদেষ্টা
ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন প্রকল্পের মূল কাজ ৬ মাসের মধ্যে পুরোদমে শুরু হবে
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময়
বৈরী আবহাওয়ার কারণে এনসিএল টি-টোয়েন্টির স্থগিত
সুনামগঞ্জে ভারতীয় ১২টি গরু আটক
নোবিপ্রবিতে ফুড সিস্টেমস্ ইউথ লিডারশিপ প্রশিক্ষণের সমাপনী ।
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি শিক্ষকদের
১০