ঝিনাইদহে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি বাগেরহাটে গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০৭

ঝিনাইদহ, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহে ইলেকট্রিক মিস্ত্রি মুরাদ হত্যা মামলার ১ নম্বর আসামি আলম মণ্ডলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। 

আজ বুধবার সকাল ৮টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শশ্বানঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলম মণ্ডল ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের কাজেম মণ্ডলের ছেলে।
র‌্যাব-৬ জানায়, মিস্ত্রি মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডল বাগেরহাটে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। অভিযান আলমের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে মুরাদের সঙ্গে আলমের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে গত শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভ তার সঙ্গীদের নিয়ে মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম সদর থানায় একটি হত্যা মামলা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক
সুদানের ইউএন ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত : রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
ডিএমপি কমিশনারকে নিয়ে ফটো কার্ড তৈরি; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র
১০