
ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫(বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা নিয়ে ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে কে বা কারা অসৎ উদ্দেশে একটি ফটো কার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। সর্বসাধারণকে এসব গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ওসমান হাদির ওপর হামলাকারীদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনা নিয়ে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি করার এমন হীন ও গর্হিত কাজের সাথে জড়িতদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।