বাসস
  ২০ আগস্ট ২০২৩, ১৮:২৫

এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সিলেট শিক্ষাবোর্ডে অনুপস্থিত ৪৫৫ জন

সিলেট, ২০ আগস্ট, ২০২৩ (বাসস): এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সিলেট শিক্ষাবোর্ডে অনুপস্থিত হয়েছেন ৪৫৫ জন পরীক্ষার্থী।
আজ রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশের ন্যায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত হয় বাংলা ২য় পত্রের পরীক্ষা। এতে কোন অপ্রিতীকর ঘটনা ছাড়াই সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়। তবে  বাংলা ২য় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৪৫৫ জন পরীক্ষার্থী।
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে সিলেট বিভাগের ৪ জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ৭৬ হাজার ৪৯০ জন, এতে উপস্থিত ছিলেন ৭৬ হাজার ৩৫ জন। বিভাগের চার জেলার মধ্যে বাংলা ২য় পত্রের পরীক্ষায় সিলেট জেলার ৩২ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৯৬ জন, হবিগঞ্জ জেলার ১৪ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৯১ জন, মৌলভীবাজার জেলার ১৫ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৯ ও সুনামগঞ্জ জেলার ১৪ হাজার ৪২০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮৯ জন।
সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, দ্বিতীয় দিনের বাংলা ২য় পত্র পরীক্ষা ৮৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ টি কেন্দ্র, হবিগঞ্জ জেলায় ১৮ টি কেন্দ্র, মৌলভীবাজার জেলায় ১৪ টি কেন্দ্র ও সুনামগঞ্জ জেলায় ২১ টি কেন্দ্র রয়েছে। তবে দ্বিতীয় দিনে কোন পরীক্ষা কেন্দ্রে কেউ বহিষ্কার হয়নি বলেও তিনি জানান।