জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা আর নেই

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫
অঞ্জনা, ছবি: সংগৃহীত

ঢাকা,  ৪ জানুয়ারি , ২০২৫ (বাসস) : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা আর নেই। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

আজ বেলা সোয়া ১১টায় অঞ্জনার মরদেহবাহী এম্বুলেন্স বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসির ভেতরে প্রবেশ করে। সেখানে আগে থেকেই অপেক্ষা করে ছিলেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

বিএফডিসিতে অঞ্জনাকে শ্রদ্ধা জানান চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, জয় চৌধুরী, মেহেদি হাসান, নির্মাতা চয়নিকা চৌধুরী, নৃত্য পরিচালক আজিজ রেজা, শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা সনি রহমানসহ চলচ্চিত্র ও অভিনয় জগতের অনেকে।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বাসসকে জানান, তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে অঞ্জনাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি, কিন্তু অঞ্জনার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিলো ‘দস্যু বনহুর’। এরপর- অশিক্ষিত, গাংচিল, পরিণীতা, অভিযান, আলাদিন আলিবাবা সিন্দাবাদ, আশার আলো, বৌরাণী, সোনার হরিণ, মাটির পুতুলসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন অঞ্জনা। এছাড়া তিনি উপমহাদেশের অনেক ভাষায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনার সুনাম ছিলো।

‘গাংচিল’সিনেমার জন্য ১৯৮২ সালে এবং ‘পরিণীতা’সিনেমার জন্য ১৯৮৬ সালে পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘদিন অভিনয় না করলেও নিয়মিত সরব ছিলেন চলচ্চিত্র অঙ্গনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদেও নির্বাচিত হয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত
৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক
অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বন্ধ করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির সংস্কার চূড়ান্ত 
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
১০