জুলাই মাসে মার্কিন উৎপাদক মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৬:১১

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বৃহস্পতিবার প্রকাশিত এক ডেটা অনুযায়ী দেখা গেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের চাপের সম্মুখীন হচ্ছে মার্কিন ব্যবসা। এর ফলে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যস্ফীতি ২০২২ সালের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ সংবাদ জানায়।

সেবার খাতে মূল্যবৃদ্ধি পণ্যের তুলনায় বেশি হওয়ায় বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক বড় বৃদ্ধি দেখা গেছে। তবে অর্থনীতিবিদরা মন্তব্য করেছেন যে, বিভিন্ন অস্থির উপাদানের কারণে শিরোনামের এই বৃদ্ধি কিছুটা অতিমূল্যায়িত হতে পারে। যদিও শুল্কের আওতায় থাকা পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে।

মজুরি ও শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, উৎপাদক মূল্যসূচক মাসওয়ারি ভিত্তিতে ০.৯ শতাংশ বেড়েছে, যা জুনে সমান ছিল। ব্রিফিং ডটকমের বিশ্লেষকরা ০.২ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।

পিপিআই  উৎপাদনকারীদের দামের পরিবর্তন পরিমাপ করে এবং কিছু অর্থনীতিবিদ মনে করেন এটি ভোক্তাদের জন্য ভবিষ্যতের মূল্য প্রবণতার একটি পূর্বাভাস।

ওয়াল স্ট্রিটে তিনটি প্রধান মার্কিন সূচক রিপোর্টের পরে কিছুটা হ্রাস পেয়েছে, তবে দিনের শেষে প্রাথমিক ক্ষতি কমে গেছে। 

বছরের শুরুতে বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো খাতে আরও কঠোর শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে মার্কিন ব্যবসাগুলো ট্রাম্পের শুল্কের সঙ্গে লড়াই করছে। 

শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, সাম্প্রতিক সংখ্যাগুলোকে হিসাব করলে পিপিআই বছরের ভিত্তিতে ৩.৩ শতাংশ হয়েছে। পণ্যের খাতে দাম ০.৭ শতাংশ বেড়েছে, আর সেবা খাতে ১.১ শতাংশ বৃদ্ধি, যা মার্চ ২০২২-এর পর সর্বোচ্চ। জুলাই মাসে বৃদ্ধি “প্রায় সবখাতেই” বিস্তৃত হলেও, এর তিন-চতুর্থাংশেরও বেশি সেবার সঙ্গে সম্পর্কিত। এর অধিকাংশই পাইকারি এবং খুচরা বাণিজ্য সেবার কারণে, যা সরবরাহ চেইনে ট্রেড-বাধার প্রভাব নির্দেশ করে। খাদ্যপণ্যও জুলাই মাসের বৃদ্ধির ৪০ শতাংশের জন্য দায়ী।

ফেড দ্বিধা:

এই সমস্ত তথ্য ফেডারেল রিজার্ভের কাজকে জটিল করে তোলে। কারণ তারা সুদের হার কমানোর সঠিক সময় নির্ধারণের সময় মুদ্রাস্ফীতি ঝুঁকি এবং শ্রম বাজারের স্বাস্থ্যকে সামঞ্জস্য করতে চায়।

ন্যাশনওয়াইডের সিনিয়র অর্থনীতিবিদ বেন আয়ার্স একটি নোটে বলেছেন, উৎপাদনকারীদের ইনপুট খরচ জুলাইয়ে বেড়েছে, কারণ ব্যবসায়ের উপর শুল্কের প্রভাব বাড়ছে। 

যদিও ব্যবসাগুলো এখন পর্যন্ত শুল্কের বেশিরভাগ খরচ নিজেই বহন করেছে। তবে আমদানি করা পণ্যের উচ্চ খরচ মার্জিন সংকুচিত করছে।

স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ  করায় উৎপাদকদের খরচ বাড়িয়েছে, ফলে এর মূল্য সাম্প্রতিক মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

আয়ার্স আশা করছেন, শুল্কের খরচ আগামী মাসে ভোক্তাদের মূল্যেও স্থানান্তরিত হতে পারে।

অক্সফোর্ড ইকোনমিক্সের সিনিয়র মার্কিন অর্থনীতিবিদ ম্যাথিউ মার্টিন বলেছেন, শুল্কের আওতায় থাকা পণ্যের দাম দ্রুত বাড়ছে, যা নির্দেশ করছে যে, ব্যবসাগুলো শুল্কের খরচ বহন করার সক্ষমতা ও ইচ্ছা হারাতে শুরু করেছে।

এদিকে, ভোক্তা মূল্যসূচক জুলাইয়ে ২.৭ শতাংশে স্থিতিশীল রয়েছে, যা দেখায় ট্রাম্পের শুল্কের প্রভাব এখনো সীমিত। সরকারী চাকরি তথ্যও দেখাচ্ছে সাম্প্রতিক নিয়োগের সংখ্যা অনুমান থেকে অনেক কম হওয়ায় সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।

মার্টিন বলেন, পিপিআই তথ্য এই প্রতিবেদনগুলোর একটি পাল্টা ভারসাম্য প্রদান করে এবং ফেডের দ্বিধা/উভয়সংকটের কথা তুলে ধরে।

তিনি আরও বলেন, বড় চিত্রটি এখনও রয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে যে, মুদ্রাস্ফীতি ফেডের লক্ষ্য থেকে আরও দূরে এবং আগামী মাসগুলোতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

মার্টিন আরও বলেন, অগ্রগতির পথটি পরবর্তী কর্মসংস্থান ও মূল্য প্রতিবেদনগুলোর মধ্যে একটি সূক্ষ্ম সুষম রাশির মধ্য দিয়ে অতিক্রম করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ত্রোপচারের প্রয়োজন নেই ওকসের
খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা 
লালমনিরহাটে তিস্তার পানি কমায় দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা, এখন ভাঙ্গনের আতঙ্ক 
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী উৎসব শুরু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় গভীর অনুতপ্ত জাপানের সম্রাট
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু
অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
ব্রয়লারে গাবা সমৃদ্ধ খাদ্যে অধিক উৎপাদনের সম্ভাবনা
চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল
ভারতের ঘটনার ভিডিও দিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০