বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২২:০৪
পল্লী কবি জসীমউদ্দীন । ফাইল ছবি

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলা সাহিত্যের অমর পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের(ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রথিতযশা চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। তিনি ইতিহাসের সঠিক অধ্যয়ন ও বর্ণনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পল্লী কবি পুত্র খুরশীদ আনোয়ার জসীম বলেন, 'জসীমউদ্দীনের রচনাগুলো পড়লে একজন মানুষ দেশপ্রেমিক ও মানবিক হয়ে উঠবে। এই পাঠাগার যুবসমাজকে মাদকমুক্ত রাখবে এবং সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।'

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 'পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন পার্ক ও উন্মুক্ত স্থানে ৫০টি বুক ক্যাফে স্থাপন করা হবে, যা কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হবে। এসব পাঠাগার ও পাবলিক স্পেস সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জহিরুল ইসলাম কচি। 
এছাড়াও উপস্থিত ছিলেন ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বারিধারা সোসাইটির নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বারিধারা সোসাইটির সহযোগিতায় নির্মিত এ পাঠাগার স্থানীয় বাসিন্দাদের জন্য সাহিত্যচর্চা, পাঠাভ্যাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

পাঠাগারটির মাধ্যমে বারিধারা সোসাইটির সকল বয়সী সদস্যদের মধ্যে পাঠাভ্যাস ও সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়বে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০