
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যে ‘লালন সন্ধ্যা ২০২৫’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই আয়োজনে লালনের মানব সংযোগ ও সাম্যের দর্শন তুলে ধরা হয়।
১৮ শতকের প্রখ্যাত বাউল সাধক, কবি ও লোকসংগীত শিল্পী লালন ফকিরের জীবন ও কীর্তিকে ঘিরেই ছিল এই আয়োজন। অনুষ্ঠানে লালনের গান, তাঁর দার্শনিক শিক্ষা, ভালোবাসা, মানবতা ও সাম্যের বার্তা তুলে ধরা হয়।
এছাড়া, আলোচনা ও বক্তৃতা অনুষ্ঠানে লালন তাঁর গানের মাধ্যমে যে ভালোবাসা ও মানবতার চিরন্তন বার্তা ছড়িয়ে দিয়েছেন তা উঠে আসে।

অনুষ্ঠানে লালনের গান পরিবেশন করেন ফকির সাহেব ও তাঁর দল। এরপর সঙ্গীত পরিবেশনায় অংশ নেন বিউটি, ডলি মণ্ডল, শুকলাল রায় এবং বাউল সং দলের শিল্পীরা। এছাড়া, স্থানীয় শিল্পী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও লালন গীতি পরিবেশন করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান, জাকসু নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।