জাবিতে ‘লালন সন্ধ্যা’ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৪:২০
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘লালন সন্ধ্যা ২০২৫’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাকসু। ছবি : বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যে ‘লালন সন্ধ্যা ২০২৫’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই আয়োজনে লালনের মানব সংযোগ ও সাম্যের দর্শন তুলে ধরা হয়।

১৮ শতকের প্রখ্যাত বাউল সাধক, কবি ও লোকসংগীত শিল্পী লালন ফকিরের জীবন ও কীর্তিকে ঘিরেই ছিল এই আয়োজন। অনুষ্ঠানে লালনের গান, তাঁর দার্শনিক শিক্ষা, ভালোবাসা, মানবতা ও সাম্যের বার্তা তুলে ধরা হয়।

এছাড়া, আলোচনা ও বক্তৃতা অনুষ্ঠানে লালন তাঁর গানের মাধ্যমে যে ভালোবাসা ও মানবতার চিরন্তন বার্তা ছড়িয়ে দিয়েছেন তা উঠে আসে।

অনুষ্ঠানে লালনের গান পরিবেশন করেন ফকির সাহেব ও তাঁর দল। এরপর সঙ্গীত পরিবেশনায় অংশ নেন বিউটি, ডলি মণ্ডল, শুকলাল রায় এবং বাউল সং দলের শিল্পীরা। এছাড়া, স্থানীয় শিল্পী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও লালন গীতি পরিবেশন করে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান, জাকসু নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির সংস্কার চূড়ান্ত 
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
বেলেমে কপ৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর 
কেসিসি’র কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় 
ঝিনাইদহ সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
১০