শিরোনাম
ঢাকা, ২০ আগস্ট, ২০২৩ (বাসস): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ আর নেই।
গতকাল দিবাগত রাত ১ টা ৫ মিনিটে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শাহ্জাহানপুর, শাহজাহানপুর রেলওয়ে কলোনী, দক্ষিণ খিলগাঁও, খিলগাঁও বাগিচা, শহীদ বাগ, মোমেন বাগ, আউটার সার্কুলার রোড এলাকা নিয়ে গঠিত ডিএসসিসি’র ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফের বয়স হয়েছিল ৫০ বছর।
তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কাউন্সিলর মির্জা আসলাম আসিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘কাউন্সিলর মির্জা আসলাম আসিফ সবসময় জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করেছেন।’
মেয়র শোকবার্তায় মির্জা আসলাম আসিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কাউন্সিলরের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে ডিএসসিসিতে ১ দিনের পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এবং তার প্রতি সম্মান প্রদর্শনার্থে প্রচলিত প্রথা অনুযায়ী আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন সকল কার্যালয় পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে, কর্পোরেশনের অধীন হাসপাতাল, বিদ্যুৎ বিভাগসহ জরুরি কার্যক্রম এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
আজ বাদ যোহর শহীদবাগ জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মরহুমের নামাজে জানাজায় অংশ নেন।