বাসস
  ২০ আগস্ট ২০২৩, ২০:৪৮

ভারতে বন্যায় ব্যাপক প্রাণহানিতে জয়শংকরের প্রতি মোমেনের শোকবার্তা

ঢাকা, ২০ আগস্ট, ২০২৩ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করকে পাঠানো এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন।
ড. একে মোমেন শোকবার্তায় বলেন, ‘ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস ও মন্দির ধসে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জেনে আমি গভীরভাবে শোকাহত হয়েছি।’
তিনি আরো বলেন, ‘দুর্যোগের শিকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ভারত সরকার যেভাবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে এবং সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা তার প্রশংসা করছি।’
 মোমেন বলেন, ‘এই প্রাকৃতিক দুর্যোগে যারা জীবন হারিয়েছে আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মন্দিরের মধ্যে আটকে পড়া পুর্নার্থীদের দ্রুত ও নিরাপদ উদ্ধার এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি।’
ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, ‘আমরা আশা করি, ভারত অতি শিগগিরই কঠিন এই পরিস্থিতি কাটিয়ে উঠবে।’