শিরোনাম
গাজীপুর, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
আজ সকালে বনানী কবরস্থানে তিনি সেখানে ফাতিহা পাঠ করে নেতৃবৃন্দকে সাথে দোয়া মাহফিলে অংশ নেন।
কবরস্থানে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের কন্যা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো, সাহাব উদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর গাজীপুরের কালিগঞ্জে এই উপলক্ষে এক আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে গাজীপুরের কালিগঞ্জে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন নিহত হয়েছিলেন। এই উপলক্ষে গাজীপুরের বিভিন্ন স্থানে আলোচনা ও স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন ছিলেন এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে সংগঠিত গণআন্দোলনের প্রথম শহীদ রাজনীতিবিদ।