অবশেষে ক্ষমা চাইলেন নারী ফুটবল খেলা বন্ধ করে দেওয়া মুসল্লিরা

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৫ আপডেট: : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৩

জয়পুরহাট, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : অবশেষ ক্ষমা চেয়েছেন জয়পুরহাটে নারী ফুটবল খেলা বন্ধ করে দেওয়া মুসল্লিরা।

আজ শনিবার দুপুরে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গনশুনানি অনুষ্ঠানে তিলকপুর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় বাচ্চাহাজি মাদ্রাসার সহকারি পরিচালকসহ মুসল্লিরা খেলা বন্ধ করে দেয়া বা মাঠে ভাঙচুর করার বিষয়ে ক্ষমা চান এবং ভবিষ্যতে আর বাধা দিবেন না বলে অঙ্গীকার করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গঠিত তদন্ত টিমের প্রধান উপসচিব দেবি চন্দ উপস্থিত থেকে সকলের বক্তব্য শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ও আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম।  
  
এ সময় স্থানীয় ইমাম আ. সামাদ ও আবু বক্কর সকলের সামনে ক্ষমা চান। তারা বলেন, গত ২৮ জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা বন্ধের পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মাঠের ঘেরা ভাঙচুরের বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

এ সময় তদন্ত টিমের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে আলাদা করে মতবিনিময় করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বস্তুনিষ্ট সংবাদ প্রচারের জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য যে, গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
সাবেক এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার প্রতিবেদন ২৭ মে
জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
কানাডার ভোটের এক সপ্তাহ আগে লিবারেলদের এগিয়ে থাকার ইঙ্গিত
চিলিতে চীনা মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রে বন্দুকধারীদের হামলা
গুরুতর অসুস্থ ব্যারিস্টার রাজ্জাক হাসপাতালে
সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু
এটিএম আজহারের আপিল শুনানি কার্যতালিকায় আসবে কাল
লালমনিরহাটে দুদকের গণশুনানি শুরু
জেনিনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহহীন ফিলিস্তিনিদের মানবেতর জীবন
১০