বাংলাদেশকে জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের আহ্বান

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫ আপডেট: : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১
বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সাক্ষাত করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার দেশ জাম্বিয়া বাংলাদেশি ওষুধ পণ্য নিয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশকে তাদের দেশে একটি ওষুধ কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে তার প্রথম সাক্ষাতে এ প্রস্তাব দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য তারা কৃষি ও চুক্তিভিত্তিক চাষসহ সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ভূমিসেবা ও সংশোধন বিষয়ক কর্মশালা
বাংলাদেশ থেকে  ৪০০ গাড়ি চালক নেবে আরব আমিরাত
ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
মোজাম্বিক-রুয়ান্ডার মধ্যে শান্তি ও নিরাপত্তা চুক্তি সই
পঞ্চগড়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক
‘নতুন কুঁড়ি’ সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বগুড়ায় আমনের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা 
কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন
নীতি সুদহার অপরিবর্তিত রাখলো দক্ষিণ কোরিয়া
খুলনায় সাবেক এমপি মিজান জেলগেট থেকে  ফের গ্রেফতার
১০