ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ২৩:৫৯
ছবি : বাসস

দিনাজপুর, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কোনো অবস্থাতেই ভোট চাইতে গিয়ে সাম্প্রদায়িক কথাবার্তা বলা যাবে না। সকল ভোটার এদেশের সম্মানিত নাগরিক, তাদের মর্যাদা দিয়ে সম্মানের সাথে বিএনপি নেতাকর্মীকে বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় বিনয়ের সাথে ভোট চাইতে হবে।

যাতে প্রত্যেক ভোটার মনে করে, তারা যোগ্য স্থানে বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।

আজ শনিবার সন্ধায় দিনাজপুর জেলা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দিনাজপুর সদর আসনে নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. এজেডএম জাহিদ হোসেন তার বক্তব্যে এসব কথা বলেন। এতে জেলা বিএনপি'র সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল সভাপতিত্ব করেন। 

দিনাজপুরের মানুষ বেগম খালেদা জিয়াকে এবারে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে তাদের ভোটের ঋণ শোধ করা হবে এই বার্তা ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, যারা শ্রমিক দল করেন তারা শ্রমিকের কাছে, যারা ছাত্রদল করেন তারা নতুন প্রজন্মের ভোটারদের কাছে, যারা যুবদল করেন তারা যুবকদের কাছে এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা মুক্তিযোদ্ধা ভাইদের কাছে ভোট চাইবেন। শুধু ভোট চাইলে হবে না, এবারে ভোটে অনেক নতুন প্রজন্মের ভোটার রয়েছে, তাদেরকে নিশ্চিত করতে হবে যাতে তারা ধানের শীষে ভোট দিয়ে সফল হয়। যারা মহিলাদের দলের নেতাকর্মী রয়েছেন,তারা এই আসনের প্রত্যেক মা-বোনদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাইবেন। 

তিনি বলেন, দেশের মানুষ তারেক রহমানের ডাকে জেগে উঠেছে । ২০১৪,১৮ ও ২৪ সালের নির্বাচনকে উল্লেখ করে তিনি বলেন, সে সময় দেশের মানুষ ভোট দিতে পারে নাই।

দিনের ভোট, রাতে হয়েছে, কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, এবারের নির্বাচন হবে উৎসবমুখর, নিরপেক্ষ ও সুষ্ঠু। 

কিন্তু একটি মহল নির্বাচনকে বিলম্বিত করতে চায়, আমরা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। 

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ১৭৪ দিন হরতাল ডেকেছে, গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছিল। আবার কয়েক দিন আগে লকডাউন ঘোষনায় আগুন দিয়ে গাড়ি পুড়েছে ও মানুষ মেরেছে। আমরা ওইসব দিন আর দেখতে চাই না,  ফিরে যেতে চাই মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া,জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন,সহ-সভাপতি মাহবুব আহমেদ, সহ-সভাপতি নাজমা মুশির ও মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটিসহ প্রমুখ।

সভায় জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’ বইয়ের পাঠ উন্মোচন
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ড. চৌধুরী মাহমুদ ও সম্পাদক মোজাম্মেল 
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
১০