শিরোনাম
শেরপুর, ১৪ অক্টোবর, ২০২৩ (বাসস) : খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান, বরেণ্য শিক্ষাবিদ, লেখক শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সারের স্মরণে গতকাল সন্ধ্যায় জেলায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা খেলাঘরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘরের সভাপতিম-লীর সদস্য, বিশিষ্ট সংগঠক আব্দুল হান্নান চৌধুরী।
তিনি বলেন, অধ্যাপক পান্না কায়সার ছিলেন বরেণ্য লেখক-গবেষক, সংস্কৃতি ও শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন মহিয়সী নারী ও মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর।
জেলা খেলাঘরের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন শেরপুর পৌরসভার মেয়র ও খেলাঘরের কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অতিথির রাখেন- শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান, সাবেক সভাপতি আজাহার আলী ও অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্দ সাহা।
পরে পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।