ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২০

মাদারীপুর, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে ২ জন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার মুন্সি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সি বাজার নামক স্থানে আসলে এসময় অজ্ঞাত গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে বাচ্চু মারা যায়।

খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মানিক মারা যায়।

শিবচর হাইওয়ে থানার  উপ সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুইটি আমাদের থানায় রয়েছে। 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোর ৬টার দিকে প্রথমে একজনকে আনা হয় তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। ১ ঘন্টা পরে আরেকজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০