ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২০

মাদারীপুর, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে ২ জন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার মুন্সি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সি বাজার নামক স্থানে আসলে এসময় অজ্ঞাত গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে বাচ্চু মারা যায়।

খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মানিক মারা যায়।

শিবচর হাইওয়ে থানার  উপ সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুইটি আমাদের থানায় রয়েছে। 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোর ৬টার দিকে প্রথমে একজনকে আনা হয় তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। ১ ঘন্টা পরে আরেকজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাঠ-পার্ক দখলদারের সঙ্গে চুক্তি করায় ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ
ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে 
প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময় : শারমীন মুরশিদ
ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
১০