বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং-এ ট্রেন ও ট্রাকের সংঘর্ষে  দু'জন নিহত  

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১
দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং-এ ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি: বাসস

দিনাজপুর, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল ক্রসিং নামক স্থানে ঢাকাগামী একতা মেইল ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু'জন  নিহত হয়েছেন। 

বিরামপুর থানার ওসি পরিদর্শক মোঃ মমতাজুল হক আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সোমবার ভোররাত আনুমানিক দু'টায় ঢাকাগামী একতা মেইল ট্রেন এর সাথে ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার  আশরাফুল ইসলামের পুত্র ট্রাক হেলপার আরিফুল ইসলাম (২৪) ও পঞ্চগড় জেলার সদর উপজেলার নশিপুর গ্রামের ট্রাক চালক মফিজ উদ্দিনের পুত্র মাহবুব হোসেন (৩৮)। 

থানা পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও দশ চাকার পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয় । এতে ট্রাকে থাকা হেল্পার ঘটনা স্থলেই নিহত হন। ট্রাক চালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল ক্রসিং-এর পাশের হোটেল মালিক রফিকুল ইসলাম জানান, রেল ক্রসিং-এর গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঢাকাগামি ট্রেন একতা এক্সপ্রেস বিরামপুর ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় রেললাইনে পাথরবাহি ট্রাক উঠে যায় এবং মুহূর্তেই ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের হেলপারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং গুরুতর আহত চালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এই দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। এই ঘটনায় গতরাতে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আজ সোমবার সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৪ সালে রেকর্ড ৩৮৩ সাহায্য কর্মী নিহত : জাতিসংঘ
মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতার দায়িত্ব নিলেন তারেক রহমান
ইবির ১৯ শিক্ষককে শোকজ নোটিশ প্রদান
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬৪ মামলা
খুলনায় সাবেক এমপি-মেয়রসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা
মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান ভাগনে বিল্লাল গ্রেফতার
রামগতির সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস: হামাস কর্মকর্তা
অবৈধ গ্যাস: ৫ লাখ ৯০ হাজার টাকার জরিমানা আদায়
দেশের কিছু জায়গায় মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
১০