বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং-এ ট্রেন ও ট্রাকের সংঘর্ষে  দু'জন নিহত  

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১
দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং-এ ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি: বাসস

দিনাজপুর, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল ক্রসিং নামক স্থানে ঢাকাগামী একতা মেইল ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু'জন  নিহত হয়েছেন। 

বিরামপুর থানার ওসি পরিদর্শক মোঃ মমতাজুল হক আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সোমবার ভোররাত আনুমানিক দু'টায় ঢাকাগামী একতা মেইল ট্রেন এর সাথে ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার  আশরাফুল ইসলামের পুত্র ট্রাক হেলপার আরিফুল ইসলাম (২৪) ও পঞ্চগড় জেলার সদর উপজেলার নশিপুর গ্রামের ট্রাক চালক মফিজ উদ্দিনের পুত্র মাহবুব হোসেন (৩৮)। 

থানা পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও দশ চাকার পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয় । এতে ট্রাকে থাকা হেল্পার ঘটনা স্থলেই নিহত হন। ট্রাক চালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল ক্রসিং-এর পাশের হোটেল মালিক রফিকুল ইসলাম জানান, রেল ক্রসিং-এর গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঢাকাগামি ট্রেন একতা এক্সপ্রেস বিরামপুর ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় রেললাইনে পাথরবাহি ট্রাক উঠে যায় এবং মুহূর্তেই ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের হেলপারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং গুরুতর আহত চালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এই দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। এই ঘটনায় গতরাতে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আজ সোমবার সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০