বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং-এ ট্রেন ও ট্রাকের সংঘর্ষে  দু'জন নিহত  

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১
দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং-এ ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি: বাসস

দিনাজপুর, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল ক্রসিং নামক স্থানে ঢাকাগামী একতা মেইল ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু'জন  নিহত হয়েছেন। 

বিরামপুর থানার ওসি পরিদর্শক মোঃ মমতাজুল হক আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সোমবার ভোররাত আনুমানিক দু'টায় ঢাকাগামী একতা মেইল ট্রেন এর সাথে ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার  আশরাফুল ইসলামের পুত্র ট্রাক হেলপার আরিফুল ইসলাম (২৪) ও পঞ্চগড় জেলার সদর উপজেলার নশিপুর গ্রামের ট্রাক চালক মফিজ উদ্দিনের পুত্র মাহবুব হোসেন (৩৮)। 

থানা পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও দশ চাকার পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয় । এতে ট্রাকে থাকা হেল্পার ঘটনা স্থলেই নিহত হন। ট্রাক চালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল ক্রসিং-এর পাশের হোটেল মালিক রফিকুল ইসলাম জানান, রেল ক্রসিং-এর গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঢাকাগামি ট্রেন একতা এক্সপ্রেস বিরামপুর ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় রেললাইনে পাথরবাহি ট্রাক উঠে যায় এবং মুহূর্তেই ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের হেলপারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং গুরুতর আহত চালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এই দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। এই ঘটনায় গতরাতে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আজ সোমবার সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাঠ-পার্ক দখলদারের সঙ্গে চুক্তি করায় ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ
ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে 
প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময় : শারমীন মুরশিদ
ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
১০