শিরোনাম
গাজীপুর, ১৫ অক্টোবর, ২০২৩ (বাসস) : বিশ্ব শোভন কাজ দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডি (বিলস)’র উদ্যোগে ও জিআইজেডের সহযোগিতায় বিশ্ব শোভন কাজ দিবস-২০২৩ পালন উপলক্ষে আজ টঙ্গী রেলওয়ে শিশু নিকেতন ও সংলগ্ন এলাকায় শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন্নাহার ভূঁইয়া এমপি। অনুষ্ঠানে পরিবেশ ও জয়বায়ু সম্পর্কে শ্রমজীবী মানুষকে সচেতন করার বিষয়ে আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশেনের কাউন্সিলর রাখি সরকার ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, বিলসের পরিচালক নাজমা ইয়াসমিন, উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী ইউসুফ আল মামুনসহ স্কপ ও জিস্কপভুক্ত স্থানীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিলস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
শামসুন্নাহার ভূঁইয়া, এমপি বলেন, জলবাযু পরিবর্তনের সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ের পাশাপাশি তৃণমূল পর্যায়েও সচেতনতা জোরদার করতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রতিটি মানুষের। শিল্প কারখানার থেকে শুরু করে আবাসিক এলাকার বর্জ্য পর্যন্ত যে সমস্ত অব্যবস্থাপনা তৈরি হয় তা সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে ট্রেড ইউনিয়নকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় প্রতিটি মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা টঙ্গীর শিল্প এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।