ভোলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১
ভোলায় ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। ছবি: বাসস

ভোলা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আবহমান কাল থেকে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা করে আসছেন। এ বছরেও এর ব্যাতিক্রম হয়নি। ধর্মীয় রীতি মেনে সারাদেশের ন্যায় ভোলায় আজ সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। 

ব্যক্তিগত পর্যায়, মন্দির-সেবাশ্রম ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ধুমধামে পূজার আয়োজনে  ভক্ত-পুণ্যার্থীর ঢল নেমেছে।

মন্দিরে মন্দিরে অঞ্জলী ও প্রসাদ বিতরণ ছাড়াও বিদ্যা ও জ্ঞানের জন্য দেবীর প্রার্থনায় মিলিত হন পুণ্যার্থীরা।

সকালে থেকেই তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেনী পেশার ভক্ত ও পুণ্যার্থীরা অঞ্জলী নিতে চলে আসেন মণ্ডপে মণ্ডপে। এসময় তারা দেবীর কাছে প্রার্থনায় মিলিত হন। 

শ্রাবনি, মিতু রায় ও প্রমিতা এনি বলেন, প্রতি বছর এ দিনটির জন্য আমরা অপেক্ষা করি, বছর শেষে দিনটি আসায় আমরা খুবই আনন্দিত। পূজার অঞ্জলী নিয়েছি, বিদ্যা ও জ্ঞানের জন্য প্রার্থনা করেছি।

এদিকে শহরের পূজা মণ্ডপে ঘুরে দেখা গেছে, পূজার আনুষ্ঠানিকতায় ফুল, ফল, বেলপাতা ও  ঢাকঢোলের মহাসমারোহে উৎসবমুখর আয়োজন। 

সুরভি ও জয় বলেন, দেবীর কাছে প্রার্থনা করেছি, দেবী যেন সকল অশুভ দূর করে পৃথিবীতে শান্তি নিয়ে আসে এবং সবাইকে যেন বিদ্যা ও জ্ঞান দেয়।

জানা গেছে, এ বছর জেলার ৫ শতাধিক মন্দির, ২ শতাধিক  শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। পূজাকে ঘিরে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাঠ-পার্ক দখলদারের সঙ্গে চুক্তি করায় ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ
ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে 
প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময় : শারমীন মুরশিদ
ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
১০