ভোলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১
ভোলায় ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। ছবি: বাসস

ভোলা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আবহমান কাল থেকে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা করে আসছেন। এ বছরেও এর ব্যাতিক্রম হয়নি। ধর্মীয় রীতি মেনে সারাদেশের ন্যায় ভোলায় আজ সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। 

ব্যক্তিগত পর্যায়, মন্দির-সেবাশ্রম ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ধুমধামে পূজার আয়োজনে  ভক্ত-পুণ্যার্থীর ঢল নেমেছে।

মন্দিরে মন্দিরে অঞ্জলী ও প্রসাদ বিতরণ ছাড়াও বিদ্যা ও জ্ঞানের জন্য দেবীর প্রার্থনায় মিলিত হন পুণ্যার্থীরা।

সকালে থেকেই তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেনী পেশার ভক্ত ও পুণ্যার্থীরা অঞ্জলী নিতে চলে আসেন মণ্ডপে মণ্ডপে। এসময় তারা দেবীর কাছে প্রার্থনায় মিলিত হন। 

শ্রাবনি, মিতু রায় ও প্রমিতা এনি বলেন, প্রতি বছর এ দিনটির জন্য আমরা অপেক্ষা করি, বছর শেষে দিনটি আসায় আমরা খুবই আনন্দিত। পূজার অঞ্জলী নিয়েছি, বিদ্যা ও জ্ঞানের জন্য প্রার্থনা করেছি।

এদিকে শহরের পূজা মণ্ডপে ঘুরে দেখা গেছে, পূজার আনুষ্ঠানিকতায় ফুল, ফল, বেলপাতা ও  ঢাকঢোলের মহাসমারোহে উৎসবমুখর আয়োজন। 

সুরভি ও জয় বলেন, দেবীর কাছে প্রার্থনা করেছি, দেবী যেন সকল অশুভ দূর করে পৃথিবীতে শান্তি নিয়ে আসে এবং সবাইকে যেন বিদ্যা ও জ্ঞান দেয়।

জানা গেছে, এ বছর জেলার ৫ শতাধিক মন্দির, ২ শতাধিক  শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। পূজাকে ঘিরে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০