শিরোনাম
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : রাজধানীর পল্টন, মিরপুর ও বাড্ডা থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানসহ ৩৬ জনকে কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলার রায় ঘোষণা করা হয়।
পল্টন থানায় মামলায় ১৯ জনকে সাজা প্রদান করা হয়েছে।
পল্টন থানায় ২০১৮ সালে নাশতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানসহ ১৯ জনকে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, মো. মশিউর রহমান বিপ্লব, আলহাজ্ব মো. রেফাত উল্লাহ, আব্দুস সালাম, মো. আলমগীর কবির, মো. সাইদুর রহমান খোকন, মো. কামাল হোসেন সুমন, আব্দুল্লাহ আল মামুন, মো. সোবহান মিয়া, মো. শাকিল হাওলাদার ওরফে বেল্লাল বয়াতি, হাবিবুর রশিদ হাবিব, আরিফুল হক আরিফ, খন্দকার এনামুল হক এনাম, মো. আবুল কালাম আজাদ, মো. আলমগীর হোসেন ও কফিল উদ্দিনের পুত্র আব্দুস সালাম।
এ ছাড়া মামলা চলাকালীন সময়ে শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বিকেলে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় অস্ত্রসজ্জিত হয়ে মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটান।
এদিকে রাজধানীর মিরপুর মডেল থানায় ২০২১ সালে নাশতার অভিযোগে দায়ের করা মামলায় পৃথক দুই ধারায় বিএনপির ৫ জনের আড়াই বছরের সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, আব্দুর রহমান সুজন, মো সামদানী আলী, মো. রাশেদ ইমাম স্বাধীন, স¤্রাট ও মো শামীম পারভেজ। ২০২১ সালের মার্চ মাসে এ মামলা দায়ের করা হয়। রাজধানীর বাড্ডা থানায় ২০১৮ সালে দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ১২ জনের দুই বছরের সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মো সাদেক হোসেন রিপন, মো. আ. কাইয়ুম, মো আবুল আতিক ওরফে টুটুল, মো আনোয়ারুল ইসলাম খোকন, কে জামান, মো মাকসুদ হোসেন, মো আয়নাল হক ওরফে আয়নাল মেম্বার, আবির, মো নবি হোসেন, মো রায়হান, মো সামির হোসেন ও মো আব্দুস সামাদ ওরফে গ্রীল সামাদ।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালে পূর্ব বাড্ডায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীগের নির্বাচনী ক্যাম্পে ভাংচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোবিনুল ইসলাম বাধন বাদি হয়ে বাড্ডা থানায় এ মামলা দায়ের করেন।