থাই বিমানে বাংলাদেশি যাত্রীর মৃত্যু, শাহ আমানতে জরুরি অবতরণ

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭
শাহ আমানত বিমানবন্দরে থাই এয়ারওয়েজ বিমানের জরুরি অবতরণ। ছবি : বাসস

চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকাগামী একটি  বিমানে মাঝপথে হার্ট অ্যাটাক করা এক যাত্রীকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে থাই এয়ারওয়েজের একটি বিমান। বিমানেই সাজ্জাদ নামের ওই যাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪০মিনিটে ঢাকাগামী বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করলে সংশ্লিষ্ট চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট টিএইচএ ৩৩৯ এর এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট এ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছেন।

সাজ্জাদ নামের ওই যাত্রীর বিষয়ে তৎক্ষণাৎ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার বিমানবন্দর পরিচালককে অবহিত করেন। রাত ১টা ৪০ মিনিটে বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানবন্দরের কর্তব্যরত ডাক্তার বিমানে প্রবেশ করে ওই রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ‘রাতে বিমানটি অবরতণের সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের দায়িত্বে থাকা ডাক্তার ওই বিমানে প্রবেশ করেন। কিন্তু এর আগেই ওই যাত্রী মারা যান। তারপরও আমরা তার মৃত্যু নিশ্চিত হতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু থাই এয়ারওয়েজের কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে আমাদের জানায়। পরে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না: রিজভী
সড়ক দূর্ঘটনায় শতবর্ষী কিংবদন্তী দৌড়বিদ ফৌজা সিংয়ের মৃত্যু
বশিরের ইনজুরিতে আট বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ডওসন
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে মিডওয়াইফারি সেবা চালু
আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী: দ্রুত বিচারের দাবি পরিবার-সহযোদ্ধাদের
শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদক-এর পৃথক মামলা
টাঙ্গাইলে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ   
নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন
এ মাসেই শুরু হচ্ছে জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম
১০