বিচার বিভাগীয় সংস্কার কমিশন আদালত বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছে

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিচার বিভাগীয় সংস্কার কমিশন (জেআরসি) সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধন করে প্রতিটি বিভাগীয় সদর দফতরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুপারিশ করে আদালতের বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছে।

গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপে এ প্রস্তাব করা হয়।

বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানের নেতৃত্বে জেআরসি সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন।

কমিশন অবশ্য হাইকোর্টের পূর্ণাঙ্গ এখতিয়ার বজায় রাখার ওপর এমনভাবে জোর দিয়েছে যাতে, স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশে হাইকোর্ট বিভাগের কর্তৃত্ব প্রয়োগের এখতিয়ার খর্ব না হয় এবং এটি রাষ্ট্রের একক চরিত্রের সাথে আপস না করে।

জেআরসি উপজেলা সদরের অবস্থান ও বৈশিষ্ট্য, জেলা সদর থেকে তাদের দূরত্ব এবং পরিবহন ব্যবস্থা, জনসংখ্যার ঘনত্ব ও বণ্টন এবং মামলার চাপ বিবেচনা করে সারাদেশে বিভিন্ন উপজেলায় সিনিয়র সহকারি জজ আদালত এবং প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠার প্রস্তাব করেছে।

এতে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে, নির্বাহী কর্তৃত্বের অবসান ঘটিয়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন এবং একটি পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রাসঙ্গিক নিয়ম সংশোধনেরও প্রস্তাব করেছে জেআরসি।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ২৭ অক্টোবর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠান।

একই দিন সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সারাদেশের বিচারক, আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতি তার ভাষণে এ প্রস্তাব দেন।

প্রধান বিচারপতি রেফাত আহমেদ তার বক্তৃতায় বিচার বিভাগের সত্যিকারের স্বাধীনতার জন্য সুপ্রিম কোর্টের অধীনে জরুরি ভিত্তিতে একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি হবে বিচার বিভাগের সংস্কারের প্রথম পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ২০২৫ সালের পাঁচ মাসে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে: বিডা
নোয়াখালীতে ফ্রি চিকিৎসা পেলো বেদে সম্প্রদায়ের মানুষ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ২,২৪৪  মামলা 
চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট
এসএ টি২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার
জুলাই সনদের স্বার্থকর্তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর : ড. বদিউল আলম 
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দলে তিনটি পরিবর্তন
সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে এক বিচারপতির বিষয়ে চূড়ান্ত শুনানী সম্পন্ন
অক্সফোর্ডের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক তারিকুল ইসলাম
১০