নোয়াখালীতে ফ্রি চিকিৎসা পেলো বেদে সম্প্রদায়ের মানুষ

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২০:২৪
আজ মঙ্গলবারনোয়াখালীতে ফ্রি চিকিৎসা পেলো বেদে সম্প্রদায়ের মানুষ। ছবি : বাসস

নোয়াখালী, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের পূর্ব এজবালিয়া গ্রামে প্রথমবারের মতো দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার এ কর্মসূচির আয়োজন করেেেছ, ড্রীম লাইট অব হেল্প সেন্টার (ডিএলএইচসি) নামে একটি সামাজিক সংগঠন। এ ক্যাম্পে এক হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম, ডিএলএইচসি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হোসাঈনুল বাসার সিয়াম এবং সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত।

অনুষ্ঠিত ক্যাম্পে সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার অংশ হিসেবে ড্রীম লাইট অব হেল্প সেন্টার নামের সামাজিক সংগঠনটির যে আয়োজন সেটি অন্যদেরও অনুপ্রণিত করবে। সুস্বাস্থ্যের মৌলিক অধিকার পূরণে তাদের আজকের এই আয়োজন প্রশংসনীয়।

ডিএলএইচসি-এর পক্ষ থেকে জানানো হয়, বেদে সম্প্রদায়ের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
১০