চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২০:২১

চট্টগ্রাম, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মনির উদ্দিন বলেন, আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে তফসিল ঘোষণা করা হবে। প্রশাসনের সঙ্গে আজ (মঙ্গলবার) মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আমাদের নির্বাচনের প্রস্তুতির সার্বিক কার্যক্রম শেষের দিকে।

গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে উপ-উপচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, গঠনতন্ত্র সংস্কারের জন্য শিক্ষার্থী ও ছাত্র সংগঠন গুলো আমাদের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে।

সবার দাবি আমরা পর্যালোচনা করেছি, সবার সব দাবি মেনে নেওয়া সম্ভব না।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর আইন অনুযায়ী এমফিল ও পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়েও এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে অংশ গ্রহণ করছে। সেই হিসেবে চবির এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ছয় বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০