শিরোনাম
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৩ (বাসস): বিচার বিভাগের জন্য দীর্ঘমেয়াদী জুডিসিয়াল প্ল্যান প্রস্তুতকল্পে এটর্নি জেনারেল অফিসের সাথে মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আজ বুধবার বিকালে সুপ্রিমকোর্টের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আরো উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম, এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত এটর্নি জেনারেলবৃন্দ, ডেপুটি এটর্নি জেনারেলবৃন্দ, সহকারী এটর্নি জেনারেলবৃন্দ এবং সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির সদস্যবৃন্দ।
সভায় এটর্নি জেনারেল অফিসের সদস্যবৃন্দ বিচার বিভাগের জন্য দীর্ঘমেয়াদী জুডিসিয়াল প্ল্যান প্রণয়নের নিমিত্তে তাদের মতামত তুলে ধরেন। মতামতগুলো আগামী ৪ সপ্তাহের মধ্যে লিখিত আকারে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি।