শিরোনাম
রংপুর, ৩০ ডিসেম্বর, ২০২৩(বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশের মেরিন একাডেমিসমূহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। সেই ধারাবাহিকতায় সরকারের নেওয়া ডেল্টা প্লান-২১০০, প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ ও সুনীল অর্থনীতির সফল বাস্তবায়ন এবং মেরিটাইম সেক্টরের উন্নতির মধ্যে বর্তমান ও আগামী শতকের সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠনের মূলমন্ত্র নিহিত।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের মোট বাণিজ্যের শতকরা ৯০ ভাগের বেশি সমুদ্রপথে পরিচালিত হয়। সমুদ্রগামী জাহাজে দেশের সিফেয়ারারদের বিপুল কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে দক্ষ সামুদ্রিক জনশক্তি তৈরির বিকল্প নেই।
খালিদ মাহমুদ চৌধুরী আজ রংপুরে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর এবং বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা’র ‘২য় ব্যাচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম সরকার এবং বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলাম বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ' গড়ায় সকলের সম্মিলিত প্রয়াসের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী ক্যাডেটদের সালাম গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন।
দু’বছর মেয়াদি এ শিক্ষা কোর্সে দু’টি মেরিন একাডেমির ১৩২জন অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুরের ৬৫ জন এবং বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার ৬৭ জন।
রংপুর মেরিন একাডেমির 'কমান্ড্যান্ট গোল্ড মেডেল' পেয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আরাফ ফেরদৌস আপন। 'কমান্ড্যান্ট সিলভার মেডেল' পেয়েছেন দু'জন। একটি পেয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সাখাওয়াত হোসেন সৈকত। আরেকটি পেয়েছেন নটিক্যাল বিভাগের শেখ আব্দুল্লাহেল শুভ। পাবনা মেরিন একাডেমির 'কমান্ড্যান্ট গোল্ড মেডেল' পেয়েছেন ইমতিয়াজ আহমেদ পরশ। 'কমান্ড্যান্ট সিলভার মেডেল' পেয়েছেন দু'জন। একটি পেয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের সুজন ইসলাম , আরেকটি পেয়েছেন নটিক্যাল বিভাগের সাফি বিন আমির।