শিরোনাম
ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৪ (বাসস): একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, বীর মুক্তিযোদ্ধা মানিক সাহার ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল।
২০০৪ সালের ১৫ জানুয়ারি রিকশায় করে আহসান আহমেদ রোডে নিজ বাড়িতে যাওয়ার সময় খুলনা প্রেসকাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় নিহত হন মানিক সাহা।
ঘাতকের পৈশাচিকতায় প্রাণ বিসর্জনের আগমূহুর্ত পর্যন্ত তিনি দৈনিক সংবাদ ও ইংরেজী দৈনিক নিউএজ এর সিনিয়র রিপোর্টার, একুশে টেলিভিশনের প্রতিনিধি এবং বিবিসি বাংলা সার্ভিসের খন্ডকালীন সংবাদদাতার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন মানিক সাহা।
খুলনা প্রেসকাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে আগামীকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভায় জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।