ধানমন্ডি ৩২ ইস্যুতে দিল্লির মন্তব্য ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ : ঢাকা

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৭

ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধানমন্ডি ৩২-এ সংঘটিত ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যকে ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা আমরা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেশী দেশের নানা অভ্যন্তরীণ অবাঞ্ছিত পরিস্থিতি লক্ষ্য করেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে। আমরাও অন্যদের কাছ থেকে একই আচরণ আশা করি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক রফিকুল আলম উল্লেখ করেন, ‘ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশের জনগণের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না।’

তিনি জানান, ‘৫ ফেব্রুয়ারি তার এক বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২-এ সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
সাবেক এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার প্রতিবেদন ২৭ মে
জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
কানাডার ভোটের এক সপ্তাহ আগে লিবারেলদের এগিয়ে থাকার ইঙ্গিত
চিলিতে চীনা মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রে বন্দুকধারীদের হামলা
গুরুতর অসুস্থ ব্যারিস্টার রাজ্জাক হাসপাতালে
সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু
এটিএম আজহারের আপিল শুনানি কার্যতালিকায় আসবে কাল
লালমনিরহাটে দুদকের গণশুনানি শুরু
জেনিনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহহীন ফিলিস্তিনিদের মানবেতর জীবন
১০