ঢাবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সার্টিফিকেট কোর্সের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে বিশেষ সার্টিফিকেট কোর্স উদ্বোধন করা হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা প্রদান এবং একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইফেক্টিভ প্রফেশনাল কমিউনিকেশন’ শীর্ষক বিশেষ সার্টিফিকেট কোর্স উদ্বোধন করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাসহ কোর্স সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন, শিল্প-সংযোগ সুদৃঢ়করণ এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট কমিটি’ (আইসিইসি) বিশেষ এই কোর্সটি চালু করেছে। কোর্সটি পরিচালিত হবে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল’ (আইকিউএসি) এবং ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট’ (এসপিএসইউ) এর যৌথ সহযোগিতায়।

এই কোর্সের মূল লক্ষ্য হলো বর্তমান বিশ্বের পেশাগত চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করা। এখানে শুধু মৌখিক বা লিখিত যোগাযোগ নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে কার্যকরভাবে যোগাযোগ করতে হয়, সেই কৌশল শেখানো হবে। পাশাপাশি, প্রফেশনাল ই-মেইল লেখা, আকর্ষণীয় সিভি তৈরি করা, কাভার লেটার লেখা এবং প্রেজেন্টেশন দেওয়ার সময় নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়াও, শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনের পেশাগত পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে, সেজন্য কোর্সে দলগত কাজ, সমস্যা সমাধান এবং সমন্বয়মূলক দক্ষতা বৃদ্ধির মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কোর্সটির প্রথম ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৪র্থ বর্ষ ও মাস্টার্সের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈরশাসক : হাফিজ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
চীনা বিনিয়োগ কাজে লাগিয়ে বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের
নির্বাচন ব্যাহত করতে গুপ্ত শক্তির অপচেষ্টা চলছে : এ্যানি
রবিউলের তোপে প্রথম দিন অলআউট বরিশাল
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছিল
মালয়েশিয়ায় পেনাং রোডশোতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনা প্রদর্শন
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ উদ্ধার : মূলহোতাসহ ২ জন রিমান্ডে
বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০