
নীলফামারী, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাফরিন জান্নাত (৭) ও তানহা আক্তার (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা সদরে নীলফামারী সরকারি কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু সাফরিন জান্নাত নীলফামারীতে কর্মরত সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. মতিউর রহমানের মেয়ে। তার বাড়ি জেলা সদরের চাপড়াসরমজামি ইউনিয়নের বাবড়িঝাড় গ্রমে। অন্যদিকে, মৃত শিশু তানহা আক্তার জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুরী গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের মেয়ে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর অভিভাবক জেলা শহরের কলেজ স্টেশন সড়কে একই বাসায় ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরিবারের অজান্তে বাড়ির অদূরে নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে যায় দুই শিশু - সাফরিন জান্নাত ও তানহা আক্তার। পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে তারা দু’জন পানিতে তলিয়ে যায়। ওই সময় তাদের সঙ্গে থাকা সাফরিন জান্নাতের ছোট ভাই আলফি চিৎকার করে। তার চিৎকারে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশু - সাফরিন জান্নাত ও তানহা আক্তারকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার রঞ্জন জানান, দুই শিশুকে আজ শনিবার বেলা পৌঁনে তিনটার দিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।