শ্রীলঙ্কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে সরকার অঙ্গীকারাবদ্ধ: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৪
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অন্তর্র্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ।

শ্রীলঙ্কার ৭৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকায় হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

উপদেষ্টা বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, আইসিটি, ফার্মাসিউটিক্যাল, শিপিং এবং মেরিটাইম কানেক্টিভিটি, উচ্চ শিক্ষা, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা এই অঞ্চলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে শ্রীলঙ্কার অসাধারণ সাফল্য, দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতার প্রমাণ। যেহেতু দুই দেশ শান্তি, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সহযোগিতার মাধ্যমে আমরা আরো দৃঢ় এবং শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারি। অন্তর্র্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রকে গড়ে তোলা এবং আমাদের জনগণের আশা-আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তৃতায় সার্ক, বিমসটেক ও অন্যান্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর দুই দেশ গুরুত্বারোপ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধার সাবেক এমপির মৃত্যু নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে: কারা কর্তৃপক্ষ
পটুয়াখালীতে তরমুজবাহী ট্রলার ডাকাতির প্রধান আসামি গ্রেফতার
শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান
জাপানে ভাল্লুকের আক্রমণে এক নারী নিহত, নিখোঁজ ১
চুনারুঘাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ বিএনপির
নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রে উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে : মির্জা ফখরুল
শেরপুরে ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা বিএনপির
বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ১,৬৩,০২৮ মামলা নিষ্পত্তি লিগ্যাল এইডের
শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ভাইরাল ছবিটি ভুয়া
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
১০