বাসস
  ২১ জানুয়ারি ২০২৪, ২০:২৯

প্রবাসীদের সেবা প্রদানে কোন ধরনের অবহেলা কাম্য নয়: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৪ (বাসস): প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রবাসীদের সেবা প্রদানে কোন ধরনের অবহেলা বা দীর্ঘসূত্রিতা কাম্য নয়।
তিনি বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠায়। প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 
আজ বিকেলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কনফারেন্স রুমে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রবাসী ও তাদের পরিবারের জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুত সেবা প্রদানে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনে সরকারের উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করে বিদেশ ফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।
বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী আজ সকালে ডিবেট ফর ডেমোক্রেসি'র আয়োজনে বিতার্কিকদের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।