পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত  

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০

পাবনা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার সাঁথিয়া উপজেলায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।  

আজ মঙ্গলবার সকাল  ৮টায় উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো, বগুড়া জেলার শেরপুর উপজেলার পুকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে মো. মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চরকান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)। 

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সিএনজিটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ইট বোঝাই একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং দুইজন আহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রলিসহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। 

তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
“বিদ্রোহ ও ভালোবাসার জাতীয় কবি নজরুল স্মরণে বরিশাল”
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
ইসরাইলি হামলায় দামেস্কে ৩ সেনা নিহত
বিএনপির উদ্যোগে রাজধানীর তুরাগের শুক্রভাঙ্গায় জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
যুদ্ধোত্তর গাজা নিয়ে 'বড় বৈঠকে' সভাপতিত্ব করবেন ট্রাম্প
ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ করেছেন রিজভী
মাগুরায় ভ্যান চাপায় শিশুর মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের প্রতীক: মির্জা ফখরুল
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
১০