শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:৪৪ আপডেট: : ২৬ আগস্ট ২০২৫, ১৬:৪৭
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫(বাসস) : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা  মামলার আজ(মঙ্গলবার) পর্যন্ত ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ ৫ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আগামী সোমবার এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর আগে ৮ দিনে এই মামলায় ২৪ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়।

ট্রাইব্যুনালে এ মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানি করেন। এসময় অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ মামলায় গ্রেফতার হয়ে পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে এ মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

এ মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দু’টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সরকারি দল আওয়ামী লীগ ও তাদের দলীয় ক্যাডার এবং সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘নতুন কুঁড়ি’ সফল করতে মেহেরপুরে প্রস্তুতি সভা
সুনামগঞ্জে ভারতীয় গরু জব্দ
চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুকের ছদ্মবেশে চুরি : নারী গ্রেফতার
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণার বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা মহড়া 
বগুড়ায় আউশ ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন 
মান্দা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন টেইলর
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী কাল
ভূমি সেবাগ্রহীতাকে সবোর্চ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে: ভূমি সচিব
১০