হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম ৩ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:১০
সাবেক এমপি কারাবন্দী এ বি এম ফজলে করিম চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা এ বি এম ফজলে করিম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম ২য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়। 

ফজলে করিম চৌধুরী শুনানিতে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। 

এর আগে সিআইডি ওই হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে। 

শুনানি শেষে, আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ৫ আগস্টের পর চট্টগ্রামের বিভিন্ন থানায় সাবেক এমপি ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাঙচুর ও দখলসহ বিভিন্ন অভিযোগে অন্তত এক ডজনের বেশি মামলা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এবিএম ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

তিনি আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। 

এর আগে তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয় ১৪টি। 

এ সব মামলায় গ্রেফতার দেখানোর জন্য হেলিকপ্টারে করে তাকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে আনা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীদের সুরক্ষা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজ: সমাজকল্যাণ উপদেষ্টা 
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য উপদেষ্টা
ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত
ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল ২৪
নেত্রকোণায় এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জলাভুমি ও জীববৈচিত্র উন্নয়নে ৪৪ কোটি টাকা বরাদ্দ 
বগুড়ায় অর্থ সহায়তা দিল আমরা বিএনপি পরিবার
কচুর লতি আর পেঁপে চাষে ভাগ্য বদলেছেন বরিশালের কৃষি উদ্যোক্তা বিকাশ 
রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা অনুদান প্রদান  
হাইব্রিড সবজি বীজ উৎপাদনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্কের আহ্বান
১০