নারীদের সুরক্ষা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজ: সমাজকল্যাণ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:১০
আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: বাসস

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি। সকল স্তরের নারীদের সুরক্ষা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। 

তিনি বলেন, দেশে যে কোনো জায়গায় নারী ও শিশু নির্যাতনের তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং গণঅভ্যুত্থানের পরবর্তী তরুণ প্রজন্ম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ‘কুইক রেসপন্স টিম’ ভিকটিমের কাছে পৌঁছে যাবে।

আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ২০২৫- এর গৃহীত কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

উপদেষ্টা বলেন, ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আগামীকাল ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং এটা শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। এই সময়কালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মকর্তা-কর্মচারী সচেষ্টভাবে নারী নির্যাতন প্রতিরোধে কর্মক্ষম থাকবে। তিনি বলেন, এ কার্যক্রম এই ১৬ দিনের নয়, এই কার্যক্রম সারাবছর চলতে থাকবে। 

উপদেষ্টা বলেন, একটি আলোকিত সমাজে মেয়েদের প্রতি, ‘শিশুদের প্রতি, নারীর প্রতি যে স্বাভাবিক সম্মানবোধটুকু থাকে সেটা যখন ভাঙতে শুরু করে সেই সমাজ কিন্তু সার্বিকভাবে ভাঙতে থাকে। আমরা এটার একটি চরম রূপ দেখেছি গত ১৬ বছরে একটি স্বৈরাচারী পরিবেশে। এ রূপ আমরা আর দেখতে চাই না। আমরা সরকার গঠনের পরে নারী ও শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক জিনাত আরা, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সেন্টমার্টিন দ্বীপের মাস্টার প্লান নিয়ে মতামত পাঠানোর আহ্বান
চট্টগ্রামে ৪০ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
টানা ৩ দিন হেঁটে চীনা মানবাকৃতির রোবটের বিশ্বরেকর্ড
বিএমইউতে পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট ও রুলস বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
বাণিজ্য ও খনিজ নিয়ে আলোচনায় বসছেন ইইউ ও আফ্রিকার নেতারা
জানসেনের বোলিং তোপে তৃতীয় দিনই বিপদে ভারত
এনআইডি সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫ জন
চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
১০