
চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকাল ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুনে বিপুল মালামাল পুড়ে গেছে বলেও জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে চারতলা ভবনটির ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার, ফুটবল ও কেমিক্যালের গোডাউন রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।