
রাঙ্গামাটি, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে পাহাড়ের সব সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক এ সম্পাদক বলেন, রাঙ্গামাটি জেলার গুরুত্বপূর্ণ উপজেলা হলো কাপ্তাই। কাপ্তাইয়ের শিল্প ও বিদ্যুৎ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে কিছু সমস্যা ও জনগুরুত্বপূর্ণ দাবি আছে। আগামীতে নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানসহ সকল দাবি পূরণের চেষ্টা করা হবে।
কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে আজ সোমবার বিকেলে জেটিঘাটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইয়াছিন। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।
সভায় দীপেন দেওয়ান বলেন, কাপ্তাইয়ে মৌজা গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি চন্দ্রঘোনা কাগজ কলকে আধুনিকায়ন, চন্দ্রঘোনা-রাইখালী সেতু নির্মাণের উদ্যোগ নেয়াসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।