হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৫০

চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৫ (বাসস): চট্টগ্রামের হালদা নদীতে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালিয়ে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইব্রাহিম, মো. হান্নান এবং মো. সবুজ।

আজ সোমবার বিকেলে হাটহাজারী উপজেলার হালদা নদীর মদুনাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌ পুলিশ এবং হালদার সংশ্লিষ্ট পাহারাদার সহযোগিতা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন-পরিবহনের অপরাধে তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি’র ভবনগুলোর কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ে কমিটি গঠন 
সিআইডি’র নামে ভুয়া নোটিশ প্রচার : জনগণকে সতর্ক থাকার অনুরোধ
সিলেটের প্রথম জয়
টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
শরীয়তপুরে শুরু হয়েছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট
বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি
টিকিটবিহীন ২১১০ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৪ লাখ টাকা আদায়
হামাসের হামলার ঘটনায় ইসরাইলি ৩ জেনারেল বরখাস্ত
জেনারেটিভ এআই সম্পর্কে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সতর্কতা
হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
১০