সিআইডি’র নামে ভুয়া নোটিশ প্রচার : জনগণকে সতর্ক থাকার অনুরোধ

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২০:১৩

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নামে ভুয়া নোটিশ ও সার্টিফিকেট প্রচার করা হচ্ছে। এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। 

সিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, এসব ভুয়া নোটিশে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি ও বৈদেশিক মুদ্রা লেনদেনসহ নানা অভিযোগের কথা উল্লেখ করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। সিআইডি স্পষ্টভাবে জানিয়েছে যে, এসব নোটিশ সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বিভ্রান্তিকর।

ভুয়া নোটিশ ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণার অপচেষ্টা চলছে। এতে কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

সিআইডি বিষয়টি তদন্ত করছে এবং উক্ত ভুয়া নোটিশ প্রস্তুত ও প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক অর্থায়নে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় 
দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আগামীকাল 
বিএমইউতে রেক্টাম-অ্যানাল ক্যানাল রেডিওথেরাপি পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত
রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক
ডেল্টা লাইফের সঙ্গে গ্রুপ লাইফ ইনস্যুরেন্স চুক্তি করেছে বাসস
জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা
টানা দ্বিতীয় জয়ে শীর্ষে রংপুর
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩১.৫ শতাংশ প্রবৃদ্ধি
খুলনার ৩৮৭ রান স্পর্শ করলো ময়মনসিংহ
১০