খুলনার ৩৮৭ রান স্পর্শ করলো ময়মনসিংহ

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২০:৩৬

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আল-আমিন ও আরিফ আহমেদের হাফ-সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের পঞ্চম রাউন্ডের প্রথম ইনিংসে খুলনা বিভাগের ৩৮৭ রান স্পর্শ করেছে ময়মনসিংহ বিভাগ। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৩৮৭ রান করেছে তারা। ৩ উইকেট হাতে থাকলেও কোন লিড নেই ময়মনসিংহর। 

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৭০ রান করেছিল ময়মনসিংহ। ৭ উইকেট হাতে নিয়ে ২১৭ রানে পিছিয়ে ছিল তারা। আজিজুল হাকিম ৪৮ ও আব্দুল মাজিদ ২৩ রানে অপরাজিত ছিলেন। 

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮১ রানে আউট হন আজিজুল। তার ১৪৫ বলের ইনিংসে ৬টি চার ছিল। হাফ-সেঞ্চুরি তুলে ৫৭ রানে থামেন মাজিদ। 

তাদের বিদায়ের পর অধিনায়ক শুভাগত হোম ১২ ও শহিদুল ইসলাম ২ রানে আউট হলে চাপে পড়ে ময়মনসিংহ। ২৭৪ রানে সপ্তম উইকেট হারায় তারা। এতে ৩শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ময়মনসিংহ।
কিন্তু অষ্টম উইকেটে ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ময়মনসিংহকে দারুণভাবে লড়াইয়ে ফেরান আল-আমিন ও আরিফ। এতে প্রথম ইনিংসে খুলনার স্কোর স্পর্শ করে ময়মনসিংহ। আল-আমিন ৬২ ও আরিফ ৫৯ রানে অপরাজিত আছেন। আল আমিনের ১৩৫ বলের ইনিংসে ৫টি চার এবং আরিফের ১২৬ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি ছিল। 

উইকেটরক্ষক ইমরানুজ্জামান বাদে এই ইনিংসে দশজনকে দিয়ে বোলিং করিয়েছে খুলনা। চারজন বোলার উইকেটের দেখা পান। সফর আলি ৩টি, সাইমুন বশির ২টি, শেখ পারভেজ জীবন ও জিয়াউর রহমান ১টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি
রাজনৈতিক অর্থায়নে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় 
দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আগামীকাল 
বিএমইউতে রেক্টাম-অ্যানাল ক্যানাল রেডিওথেরাপি পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত
রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক
ডেল্টা লাইফের সঙ্গে গ্রুপ লাইফ ইনস্যুরেন্স চুক্তি করেছে বাসস
জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা
টানা দ্বিতীয় জয়ে শীর্ষে রংপুর
১০