সিলেটের প্রথম জয়

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২০:০৯ আপডেট: : ২৪ নভেম্বর ২০২৫, ২০:৩২

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : চার ম্যাচ ড্র করার পর অবশেষে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরে প্রথম জয়ের দেখা পেল সিলেট বিভাগ। 

এনসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ সিলেট ১৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে। ৫ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠল সিলেট। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে চট্টগ্রাম। 

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ১৯৩ রান করেছিল সিলেট। ফলে ৪ উইকেট হাতে নিয়ে ৩৩৮ রানে এগিয়ে ছিল তারা। 

তৃতীয় দিন বাকী ৪ উইকেটে ১৪ রান যোগ করে ২০৭ রানেই অলআউট হয় সিলেট। এতে চট্টগ্রামকে ৩৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট। 

এই ইনিংসে সিলেটের পক্ষে অধিনায়ক জাকির হাসান ৬১ ও অমিত হাসান ৫৮ রান করেন। ইরফান হোসেন ৩৮ রানে এবং নাইম হাসান ৭৬ রানে ৫টি করে উইকেট নেন। 

৩৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সিলেটের পেসারদের তোপের মুখে পড়ে চট্টগ্রাম। ১১২ রানে ৫ উইকেট হারানোর পর ২০৫ রানে অলআউট হয় তারা। 

আবু জায়েদ ৪৩ রানে ৪টি, রেজাউর রহমান রাজা ৬১ রানে ৩টি উইকেট নেন। 

চট্টগ্রামের হয়ে অপরাজিত ৬২ রানের লড়াকু ইনিংস খেলেন অধিনায়ক শাহাদাত হোসেন। এছাড়া ইরফান ৩৭, জিল্লুর রহমান বিজয় ২৭ ও জসিমউদ্দিন ২৫ রান করেন। 

প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন আবু জায়েদ। পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে সিলেটের প্রথম জয়ে অবদান রাখায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক অর্থায়নে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় 
দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আগামীকাল 
বিএমইউতে রেক্টাম-অ্যানাল ক্যানাল রেডিওথেরাপি পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত
রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক
ডেল্টা লাইফের সঙ্গে গ্রুপ লাইফ ইনস্যুরেন্স চুক্তি করেছে বাসস
জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা
টানা দ্বিতীয় জয়ে শীর্ষে রংপুর
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩১.৫ শতাংশ প্রবৃদ্ধি
খুলনার ৩৮৭ রান স্পর্শ করলো ময়মনসিংহ
১০