
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : চার ম্যাচ ড্র করার পর অবশেষে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরে প্রথম জয়ের দেখা পেল সিলেট বিভাগ।
এনসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ সিলেট ১৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে। ৫ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠল সিলেট। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে চট্টগ্রাম।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ১৯৩ রান করেছিল সিলেট। ফলে ৪ উইকেট হাতে নিয়ে ৩৩৮ রানে এগিয়ে ছিল তারা।
তৃতীয় দিন বাকী ৪ উইকেটে ১৪ রান যোগ করে ২০৭ রানেই অলআউট হয় সিলেট। এতে চট্টগ্রামকে ৩৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট।
এই ইনিংসে সিলেটের পক্ষে অধিনায়ক জাকির হাসান ৬১ ও অমিত হাসান ৫৮ রান করেন। ইরফান হোসেন ৩৮ রানে এবং নাইম হাসান ৭৬ রানে ৫টি করে উইকেট নেন।
৩৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সিলেটের পেসারদের তোপের মুখে পড়ে চট্টগ্রাম। ১১২ রানে ৫ উইকেট হারানোর পর ২০৫ রানে অলআউট হয় তারা।
আবু জায়েদ ৪৩ রানে ৪টি, রেজাউর রহমান রাজা ৬১ রানে ৩টি উইকেট নেন।
চট্টগ্রামের হয়ে অপরাজিত ৬২ রানের লড়াকু ইনিংস খেলেন অধিনায়ক শাহাদাত হোসেন। এছাড়া ইরফান ৩৭, জিল্লুর রহমান বিজয় ২৭ ও জসিমউদ্দিন ২৫ রান করেন।
প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন আবু জায়েদ। পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে সিলেটের প্রথম জয়ে অবদান রাখায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।