কাবাডি বিশ্বকাপে সেরা ডিফেন্ডার বাংলাদেশের স্মৃতি, সেরা খেলোয়াড় ভারতের সাঞ্জু

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২০:২৬

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫ (বাসস) : ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে আজ পর্দা নেমেছে নারী কাবাডি বিশ্বকাপের। টানা দ্বিতীয় আসরে ভারত তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো। ফাইনালে আজ তারা চাইনিজ তাইপেকে ৩৫-২৮ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করে। 

এর আগে গতকাল সেমিফাইনালে ২৫-১৮ পয়েন্টে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন চাইনিজ তাইপের কাছে হেরে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জণ করেছে। ২০১২ সালে পাটনায় অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার স্বাগতিকরা তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করল।

টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার মনোনীত হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। পুরো দলের সাফল্য, সাথে ব্যক্তিগত এই অর্জন, সব মিলিয়ে স্মৃতি বলেছেন, ‘এখানে বলার ভাষা নেই কেমন লাগছে। অনেক খুশি লাগছে দেশের মাটিতে এতো বড় অর্জন পেয়েছি। আমরা দেশকে পদক দিতে পেরেছি এর চেয়ে বড় খুশি আর কোথাও নেই। আলহামদুলিল্লাহ। পরের লক্ষ্য এর চেয়ে ভালো কিছু করা। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন ফাইট দেবো পরের বিশ্বকাপে। 

ভারত, চাইনিজ তাইপেসহ অন্যদের সাথে পার্থক্য হলো মূলত টেকনিক, ফিজিকাল ও ফিটনেসে। ওরা যেভাবে সহজেই কাজগুলো করে, আমাদের মধ্যে এসবের ঘাটতি আছে। ফিজিকাল ফিটনেসে ঘাটতি আছে। এগুলো যদি ঠিক করতে পারি তাহলে আমরা জিততে পারবো। আমরা এই টুর্নামেন্টের জন্য ৯ মাসের মতো ক্যাম্প করেছি। সেই তুলনায় অনেক ভালো করেছি। ইরানে গিয়েও ভালো করেছি। নেপালে টেস্ট ম্যাচ খেলে ভালো করেছি। সেই কারণে চাইনিজ তাইপের বিপক্ষে লড়াই করতে পেরেছি।’

টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় হয়েছেন ভারতের সাঞ্জু দেবী। পুরো টুর্নামেন্ট জুড়েই সাঞ্জুর কৌশল সকলের নজড় কেড়েছে। আজ ফাইনালের পর সাঞ্জু বলেন, ‘এই ম্যাচের জন্য আমরা ১৩ বছর অপেক্ষা করেছি। অবশেষে আমরা ম্যাচ জিতেছি। আমরা গর্বিত খেলোয়াড়দের নিয়ে, কোচ ও ফেডারেশন নিয়েও। আমরা এক সঙ্গে খেলেছি, এক সঙ্গে জিতেছি। আমার কাছে মনে হয়েছে আমি একা নই, পুরো দল খেলেছে। তাই আমি সেরা হয়েছি। আমি এমন পুরস্কার পাবো তা আগে চিন্তা করিনি। ফাইনাল কঠিন ছিল। তবে আমাদের দল উতরে গেছে। দলের প্রধান শক্তি হলো একতা।’

২য় নারী কাবাডি বিশ্বকাপের পুরস্কারের তালিকা :

চ্যাম্পিয়ন : ভারত (স্বর্ণপদক )

রানার্স-আপ : চাইনিজ তাইপে (রৌপ্যপদক )

তৃতীয় স্থান : বাংলাদেশ (ব্রোঞ্জপদক )

চতুর্থ স্থান : ইরান (ব্রোঞ্জপদক )

টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার : স্মৃতি আক্তার (বাংলাদেশ)

টুর্নামেন্টের সেরা রেইডার : মিম লিন (চাইনিজ তাইপে)

টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় : সাঞ্জু দেবী (ভারত)

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি
রাজনৈতিক অর্থায়নে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় 
দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আগামীকাল 
বিএমইউতে রেক্টাম-অ্যানাল ক্যানাল রেডিওথেরাপি পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত
রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক
ডেল্টা লাইফের সঙ্গে গ্রুপ লাইফ ইনস্যুরেন্স চুক্তি করেছে বাসস
জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা
টানা দ্বিতীয় জয়ে শীর্ষে রংপুর
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩১.৫ শতাংশ প্রবৃদ্ধি
১০