টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২০:০৮
ছবি : বাসস।

টাঙ্গাইল, ২৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার বিকালে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

সোমবার বিকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিশাল মিছিল সহকারে টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়কে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এর আগে এই কর্মসূচির সমর্থনে টাঙ্গাইল সদরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ড থেকে খন্ড-খন্ড মিছিল এসে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়।

এ সময় শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলিম ও সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামিমুর রহমান খান, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক অর্থায়নে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় 
দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আগামীকাল 
বিএমইউতে রেক্টাম-অ্যানাল ক্যানাল রেডিওথেরাপি পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত
রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক
ডেল্টা লাইফের সঙ্গে গ্রুপ লাইফ ইনস্যুরেন্স চুক্তি করেছে বাসস
জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা
টানা দ্বিতীয় জয়ে শীর্ষে রংপুর
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩১.৫ শতাংশ প্রবৃদ্ধি
খুলনার ৩৮৭ রান স্পর্শ করলো ময়মনসিংহ
১০